পরিচিত মুখ
Tamzid20
November 27, 2016
আমরা কারা
32 Views
আমাদের উপদেষ্ঠাবৃন্দঃ


১। মাসুদ খান, প্রধান নির্বাহী কর্মকর্তা, ক্রাউন সিমেন্ট।


২। প্রফেসর নিয়াজ আহমেদ খান, সাবেক চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অব ডেভেলপমেন্ট স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়।


৩। ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহ আলম, মহাব্যবস্থাপক, টেলিটক বাংলাদেশ লিমিটেড ও পরিচালক, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড।


৪। মিসেস সুরাইয়া জান্নাত,
প্রথম মহিলা চার্টার্ড একাউন্ট(CA) এবং ওয়ার্ল্ড ব্যাংকের Lead Financial Management Specialist.
৫। অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস, সহযোগী অধ্যাপক, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজ।

৬। অধ্যাপক আব্দুল খালেক, বাংলা সাহিত্য ও ভাষা বিভাগ, আধুনগর ইসলামিয়া ডিগ্রী মাদ্রাসা।


৭। এনামুল হক, ইংলিশ লেকচারার, চিব্বারি এম.এ. মোতালেব কলেজ।


৮। আরাফাত হোসাইন বিপ্লব, সাংবাদিক, নয়া দিগন্ত।
৯। মোহাম্মদ নকিব কিবরিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

১০। লুৎফুর রহমান তুষার, সমাজকর্মী।
পরিচালনা পরিষদঃ
কার্যকরী পরিষদঃ
১। এম. তামজীদ তাহসিন।

২। হাসান আদিল, সাবেক কন্ট্রিবিউটর, এনটিভি।

৩। মোহাম্মদ আজিজুর রহমান, সফটওয়্যার ইঞ্জিনিয়ার।

৪। নুরুল হাসনাইন চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, চবি ও শিক্ষা বিভাগ, লোহাগাড়াবিডি.কম।

৫। মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, অনলাইন সাংবাদিক।
সাধারণ পরিষদঃ

১। ডাঃ মুহাম্মদ শহীদুল ইসলাম, ইন্টার্নি, এমএজি উসমানী মেডিক্যাল কলেজ।

২। ডাঃ মোঃ শরিফুল ইসলাম বাহার, ইন্টার্নি, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল।

৩। ইমতিয়াজ মোহাম্মদ শাকিল, নোমান গ্রুপ।

৫। মোহাম্মদ আলী মর্তূজা, ফাইন্যান্সিয়াল একাউন্টিং, চট্টগ্রাম কমার্স কলেজ।

৬। মোহাম্মদ আসিফ হোসেন, ইউএসটিসি।

৭। মোহাম্মদ পারভেজ, ডিপার্টমেন্ট অব ইংলিশ, কলেজ।