আধুনগর ইউনিয়ন পরিষদঃ
বাংলা, বিহার ও উড়িষ্যর নবাব আলীবর্দি খাঁ (১৭৪০-১৭৫৬ খ্রী:) এর শাসনামলে দোহাজারী দূর্গের অধ্যক্ষ ছিলেন আধুখাঁ। এই আধুখাঁ চট্টগ্রাম দক্ষিণাঞ্চল তথা লোহাগাড়ার আধুনগরসহ অনেক এলাকার জঙ্গল পরিস্কার করে বসবাসের উপযোগী করে তুলেন। এজন্য তার নামানুসারে এ এলাকার নামকরণ আধুনগর করা হয় বলে জানা যায়। তিনি এবং তাঁর বংশধরেরা চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে ২২টি মসজিদ ও দীঘি খনন করেন বলা জানা যায়।
১৯৬৪ সালের দিকে আধুনগর ইউনিয়নের কার্যক্রম শুরু করা হয়। আয়তন প্রায় ৪,৫৭৪ একর। জনসংখ্যা প্রায় ৩৫ হাজার। ডলুকাল, মরাডলু, জুরিখাল, হাতিয়ার খাল ইত্যাদি উল্লেখযোগ্য খালগুলো এ এলাকায় অবস্থিত। শুরু থেকে নিম্নোক্ত চেয়ারম্যানগন দায়িত্ব পালন করেন- মাওলানা ছিদ্দিক আহমদ চৌধুরী, আমানত উল্লাহ, নুরুল হক চৌধুরী, ডাঃ মোস্তাফিজুর রহমান (রিলিপ কমিটি), মাওলানা শফিক আহমদ, সিরাজুল ইসলাম(ভারপ্রাপ্ত) এবং মোহাম্মদ আইয়ুব মিয়া।
আধুনগর ইউনিয়নের ৫টি মৌজার নাম ও আয়তন:
জঙ্গল রশিদের ঘোনা(৬২৭ হেক্টর),
কুলপাগলী(৭৫ হেক্টর),
রশিদের ঘোনা(১৯৯ হেক্টর),
আধুনগর(৬৯৪ হেক্টর),
হরিণা(২৬১ হেক্টর)।
আধুনগর ইউনিয়নের:
মোট জনসংখ্যা ও ভোটার-২০,৭৮৮ জন ও ১৩,৮১০ জন।
পুরুষ জনসংখ্যা ও ভোটার-৯,৬৯৬ জন ও ৭০৮৩ জন।
মহিলা জনসংখ্যা ও ভোটার-১১,০৯২ জন ও ৬,৭২৭ জন।
তথ্যসূত্রঃ ১। লোহাগাড়া ইতিহাস ও ঐতিহ্য বই; লেখকঃ মোহাম্মদ ইলিয়াছ।
২। ইন্টারনেট