কলাউজান ইউনিয়ন পরিষদঃ
কলা ও উজান এ দুটি শব্দ থেকে কলাউজান শব্দটি এসেছে। কলা শব্দের অর্থ শিল্প এবং উজান শব্দের অর্থ উন্নত। পার্বত্য অঞ্চল বান্দরবানের লামা এলাকা থেকে টংকাবতী খাল হয়ে কলা উজানে এসে এলাকায় বিক্রি হত বলে এলাকার মানুষের মুখে শোনা যায়। ব্রিটিশ আমলে ইংরেজরা এ এলাকার জায়গা জরিপ করতে আসেন। তাঁরা টংকাবতী খালের দু’পাশের দৃশ্য দেখে মুগ্ধ হন। তাঁদের সাথে এলাকার স্থানীয় কিছু ব্যক্তিবর্গও ছিল। এমন সময় বাঁশের ভেলায় বোঝাই হয়ে বহু সংখ্যক কলাসহ কিছু লোক টংকাবতী খালের উজান হয়ে আসছিলেন। ইংরেজরা এলাকার নাম নিয়ে কৌতুহল হয়ে বলাবলি করছিল, What is the name of the place? এলাকাবাসী ইংরেজী বুঝতে না পারেনি। তারা name শব্দটি বুঝেছেন। এলাকাবাসী অনুমান করে বলেছিল উজান হতে কলা আসছে। ব্রিটিশরা বিষয়টি বুঝতে না পেরে তারা বারবার বলেছিল কলাউজান। তখন থেকে এ এলাকার নমকরন হয় কলাউজান।
এলাকার প্রবীণ শিক্ষক মনোরঞ্জন নাথ জানান, টংকা খালের উৎপত্তি জানার জন্য কিছু বণিক নৌকা নিয়ে খালের উজানের দিকে যেতে থাকে। তাঁরা বেশ কিছুদূর গেলে নৌকা থেমে যায়। সেখানে তাঁরা এলাকাটির নাম দেয় কলাউজান। কলাউজান ইউনিয়নের সঠিক প্রতিষ্ঠাকাল জানা যায়নি। আয়তনঃ প্রায় ১৬.১৭ বর্গকিলোমিটার। জনসংখ্যাঃ প্রায় ৪০ হাজার। ইউনিয়নের গ্রামের সংখ্যা ৪টি, মৌজা ৪টি, হাট-বাজার ২টি। এনামুল হক, সামশুল হক চৌধুরী, বজলুর রহমান সিকদার, রাজা মিয়া, আবদুল ওয়াহেদ, মাওলানা মোহাম্মদ ইদ্রিস ও আবদুল ওয়াহেদ বিভিন্ন সময় অত্র ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্বপালন করেন।
কলাউজান ইউনিয়নে ৪টি মৌজার নাম ও আয়তন:
উত্তর কলাউজান(৪৭৪ হেক্টর),
আদার চর(১৯৩ হেক্টর),
পশ্চিম কলাউজান(৪৭৪ হেক্টর),
পূর্ব কলাউজান(৪৮৮ হেক্টর)
কলাউজান ইউনিয়নের:
মোট জনসংখ্যা ও ভোটার-২৮,৩৪৭ জন ও ১৯,৭৬১ জন।
পুরুষ জনসংখ্যা ও ভোটার-১৩,৩৩৪ জন ও ৯৯৮৪ জন।
মহিলা জনসংখ্যা ও ভোটার-১৫০১৩ জন ও ৯৭৭৭ জন।
তথ্যসূত্রঃ ১। লোহাগাড়া ইতিহাস ও ঐতিহ্য বই, লেখকঃ মোহাম্মদ ইলিয়াছ;
২। ইন্টারনেট।