লোহাগাড়ার ভূমি ও কৃষি
Tamzid20
November 30, 2016
প্রিয় লোহাগাড়া
31 Views
এ অঞ্চলের বিস্তৃত সবুজ পাহাড় ও পাহাড়ের গাছ-গাছালি যেন প্রাকৃতিক সৌন্দর্য্যর আধার। প্রকৃতি যেন একে অপরূপ সৌন্দর্য্যে ঢেলে সাজিয়েছে। এ অঞ্চলের মতো এতো সবুজের সমারোহ দেশে আরেকটি খুঁজে পাওয়া দুষ্কর। ভূমি মন্ত্রনালয়ের (২০১০-২০১১) জরিপ অনুযায়ী সদর ইউনিয়ন লোহাগাড়া শহর ও ব্যবসায়িক কেন্দ্র আমিরাবাদ ও কলাউজান কৃষিজোন এবং বড়হাতিয়া, চরম্বা, চুনতী, পদুয়া ও পুটিবিলা পাহাড়বেষ্টিত বন এলাকা হিসেবে পরিচিত। এবং চাষযোগ্য মোট কৃষি জমির পরিমান ৯,৩০৫ হেক্টর। দক্ষিণ চট্টগ্রামের মধ্যে লোহাগাড়া সদরের মত এত বড় ব্যবসায়িক কেন্দ্র আরেকটিও নেই। সদর ইউনিয়ন লোহাগাড়ায় চাষযোগ্য মোট কৃষি জমির পরিমান ৬৬৫ হেক্টর এবং আমিরাবাদে ৯৯৫ হেক্টর। উপজেলায় মোট ৩৩৪৫৪ টি কৃষি পরিবার রয়েছে। মোট জনসংখ্যার শতকরা ৩২.৩৯% লোক কৃষি কাজ করে।
বড়হাতিয়ায় ৩০৫৫.৮৭ হেক্টর ভূমির মধ্যে বনভূমি ১৩৯৫.৬২ হেক্টর এবং চাষযোগ্য মোট কৃষি জমির পরিমান ৯২৫ হেক্টর, চরম্বায় ৩২৪৯.৮০ হেক্টর ভূমির মধ্যে বনভূমি ১০১১.৩৪ হেক্টর এবং চাষযোগ্য মোট কৃষি জমির পরিমান ১৩৭০ হেক্টর, চুনতীতে ৬১২৪ হেক্টর ভূমির মধ্যে ৩৩৩৪.৯০ হেক্টর বনভূমি এবং চাষযোগ্য মোট কৃষি জমির পরিমান ১২৯০ হেক্টর , পদুয়ায় ২৮৮৮.২৬ হেক্টর ভূমির মধ্যে ৫৮৫.৫০ হেক্টর বনভূমি এবং চাষযোগ্য মোট কৃষি জমির পরিমান ১৩৫০ হেক্টর, কলাউজানে ১৬১৭.৮১ হেক্টর ভূমির মধ্যে ৯৭.২৩ হেক্টর বনভূমি এবং চাষযোগ্য মোট কৃষি জমির পরিমান ৯০৫ হেক্টর, আধুনগরে ১৮৫১.৮২ হেক্টর ভূমির মধ্যে ১০৫০.১৭ হেক্টর বনভূমি এবং চাষযোগ্য মোট কৃষি জমির পরিমান ৪৫০ হেক্টর ও পুটিবিলায় ৪০২১.০৫ হেক্টর ভূমির মধ্যে ১৯৮৯.৪৭ হেক্টর বনভূমি এবং চাষযোগ্য মোট কৃষি জমির পরিমান ১৩৫৫ হেক্টর।
তথ্যসূত্রঃ ১। লোহাগাড়া ইতিহাস ও ঐতিহ্য বই, লেখকঃ মোহাম্মদ ইলিয়াছ;
২। ইন্টারনেট।