এ গাছটির বয়স প্রায় ৪০০ শত বছর। এই গাব গাছ উপজেলার পূর্ব কলাউজান এলাকায় কালের সাক্ষী হয়ে এখনো বেঁচে আছে। গাছের নামানুসারে এলাকাটির নামকরণ করা হয় গাবতল। এ গাছটিকে ঘিরে বহু ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। এ অঞ্চলটি পাহাড় ও জঙ্গলে বেষ্টিত ছিল। ভয়ে মানুষ একা চলাফেরী করতে পারত না। বন্যপশুরা অবাধে বিচরণ করত। কালের বিবর্তনে ১৯৬০ সালের দিকে গাবতলায় জমে ওঠে আড্ডার আসর। পরবর্তীতে এলাকার চৌধুরী বাড়ির ইসলাম চৌধুরী (মাইজ্জা মিয়া) এখানে ঘাড়-দৌড় মেলার আয়োজন করেন। গবতলায় বাজারটি মাইজ্জ্যা মিয়ার বাজার নামে পরিচিত।
তথ্যসূত্রঃ ১। লোহাগাড়া ইতিহাস ও ঐতিহ্য বই, লেখকঃ মোহাম্মদ ইলিয়াছ।