লোহাগাড়ার প্রাচীন নিদর্শনের অন্যতম সাক্ষী বহন করে বড়হাতিয়ার এ মঘদিঘী।
পাল বংশের শাসনামলে এ দিঘী খনন করা হয়। ঐ সময়ে দিঘী থেকে স্বর্ণের নৌকা ও সামাজিক অনুষ্টানের তৈজসপত্র ভেষে আসত বলে লোকমুখে এখনো শোনা যায়। মঘদিঘী পাড়ের ঐতিহাসিক খেলার মাঠ ক্রীড়াবিদদের জন উন্মুক্ত ছিল। দিঘীর পাড় থেকে বহু গুপ্তধন বিভিন্ন সময়ে খনন করে পাওয়া গেছে এমন নজিরও অনেক আছে।
তথ্যসূত্রঃ ১। লোহাগাড়া ইতিহাস ও ঐতিহ্য বই, লেখকঃ মোহাম্মদ ইলিয়াছ।