লোহাগাড়ার আধুনগর ইউনিয়নে সুফী মিয়াজি পাড়া অবস্থিত। খ্রিষ্টীয় ১৭ শতকের শেষ ভাগে গৌড় থেকে চুনতী গ্রামে বসতি স্থাপন করেন হযরত শাহ সুফী নছরত উল্লাহ খন্দকার। পরবর্তীতে তার দুই পুত্র শাহ শরীফ, শাহ আবু শরীফ এবং আরকান থেকে আসা সুফী মুকীম আল মুজাহিদ লোহাগাড়ায় ইসলাম প্রচারে ব্যাপক ভূমিকা রাখেন। সুফী মুকীম আল মুজাহিদ আরকান থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বর্তমান আধুনগরে সুফী মিয়াজি পাড়ায় বসতি স্থাপন করেন। বায়তুশ শরফ চট্টগ্রামের বর্তমান পীর শাহ সুফী মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দীন সুফী মিয়াজি পরিবারের সন্তান।
তথ্যসূত্রঃ লোহাগাড়া ইতিহাস ও ঐতিহ্য বই, লেখকঃ মোহাম্মদ ইলিয়াছ।