লোহাগাড়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার নানা পটভূমিতে নির্মিত হয়। ১৯৯০ সালের ১৬ ডিসেম্বর লোহাগাড়ায় শহীদ মিনার স্থাপনের দাবি ওঠে। ১৯৯৩ সাল পর্যন্ত উপজেলায় কেন্দ্রীয় শহিদ মিনার বা স্মৃতিসৌধ ছিল না। দেশপ্রেমিক মানুষেরা বিভিন্নস্থানে বেঞ্চ বা গাছের খুঁটি দিয়ে শহিদ মিনার বানিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতেন। অবশেষে ১৯৯৪ সালের ২১ ফেব্রুয়ারী উপজেলা চত্বরে কেন্দ্রীয় স্মৃতিসৌধ নির্মান করা হয়।
উপজেলা সদরের প্রায় ১৬ কি.মি. পূর্ব দক্ষিণে পাহাড়ি এলাকায় পুটিবিলা উচ্চ বিদ্যালয় ও মধ্য পুটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝখানে ২০১৩ সালে নির্মিত হয়েছে মুক্তিযোদ্ধা ঘাঁটির স্মৃতিসৌধ। মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে ৬ বর্গফুট প্রশস্ত লাল রঙের বেদির উপর তৈরী হয়েছে ১৬ ফুট উচ্চতা বিশিষ্ট কালো স্তম্ভ। ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসে গ্রুপ কমান্ডার এ কে এম শামশুল ইসলামের নেতৃত্বে ১নং সেক্টরের অধিনে মুক্তিযোদ্ধাদের ঘাঁটি হিসেবে এ ঘাঁটি স্থাপন করেন।
তথ্যসূত্রঃ লোহাগাড়া ইতিহাস ও ঐতিহ্য বই, লেখকঃ মোহাম্মদ ইলিয়াছ।
২। ইন্টারনেট।