জীবনটা বড় রহস্য ঘেরা যায়না তারে ছোঁয়া
কল্পনাতে অনেক মজার বাস্তবেতে কাঁটা ।
উঁচু উঁচু দালান বাড়ি চলতে লাগে দামী গাড়ি
সবি আসলে লোক দেখানো সুখ যে তারে দেয় ফাঁকি ।
স্বপ্নের পিছু ছুটতে ছুটতে হয়না স্বপ্ন ছোঁয়া
জীবন যুদ্ধে মনে হয় আমি স্বপ্নের ফেরিওয়ালা।
স্বপ্ন বুকে ঘুরে বেড়ায় শুন্য হাতে ফিরি
জীবনটাকে সাজাবো বলে তবুও হাল না ছাড়ি।
নুয়ে পড়া মানুষ গুলোও বাঁচার স্বপ্ন দেখে
আমিও তাই স্বপ্ন বুনি বাঁচার মত বাঁচবো বলে।
ঝড় বৃষ্টি থামবে বলে আর নয় অপেক্ষা
প্রবল ঝড়েও উঠোন মাঝে আমার নাচুন শেখা।
জীবনের সকল স্বপ্ন সত্যি হবে এমন তো আর নয়
জীবনের সত্যকেও স্বপ্ন অপেক্ষা রঙিন উপভোগ্য হয় ।
