অনেক জল্পনা কল্পনার পর গতকাল ২৪ মার্চ ২০১৭ ইং রোজ শুক্রবার দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমিরাবাদ গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ের (পূর্বনাম দক্ষিণ সাতকানিয়া গোলামবারী উচ্চ বিদ্যালয়) ৭৪তম ব্যাচ ২০১১ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
সন্ধ্যা ৬:৩০ টার দিকে লোহাগাড়া বেস্ট অব চৌধুরী প্লাজা থেকে একটি আনন্দ র্যালী(rally) বের করা হয়। লোহাগাড়ার প্রাণকেন্দ্র আমিরাবাদ স্টেশনের সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারে উৎসবমুখর পরিবেশে সন্ধ্যা ৭টায় “Class of 2011 Reunion” অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মুহাম্মদ শাহজাহান পিপিএম(বার), লোহাগাড়া সিটি হাসপাতালের নির্বাহী পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান, চট্টগ্রামের আঞ্চলিক ভাষার জনপ্রিয় অনলাইন টিভি চ্যানেল Cplus এর লোহাগাড়া-সাতকনিয়া সংবাদদাতা জনাব আবদুল আউয়াল জনি এবং সাংবাদিক সাত্তার সিকদার। রাত ১০টায় থানা ওসি মুহাম্মদ শাহজাহান পিপিএম(বার) কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে তিনি সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আনন্দমুখর পরিবেশে চট্টগ্রামের জনপ্রিয় ব্যান্ড “নোঙর ব্যান্ড” রাতভর সঙ্গীত পরিবেশন করেন।