শুরুতেই লোহাগাড়ার স্বেচ্ছাসেবী সংগঠন “মিহির” এবং লোহাগাড়ার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিসমৃদ্ধ ওয়েবসাইট www.lohagarabd.com এর পাঠক, লেখক, উপদেষ্টা, সদস্য, শুভানুধ্যায়ীসহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলের প্রতি রইল ঈদ মোবারক ও শুভেচ্ছা।
আগামীকাল ২ সেপ্টেম্বর ২০১৭ ইং পবিত্র ঈদুল আযহা। মুসলিম উম্মাহের জন্য মহান আল্লাহ দুইটি শ্রেষ্ঠ আনন্দের দিন উপহার দিয়েছেন। এর একটি পবিত্র ঈদুল ফিতর অন্যটি পবিত্র ঈদুল আযহা। বছর ঘুরে আবার ফিরে এসেছে পবিত্র ঈদুল আযহা। দুই ঈদেরই রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। ঈদুল আযহা ত্যাগ ও কুরবানির বৈশিষ্ট্যে মন্ডিত। এই দিনে শুধুমাত্র আল্লাহ নৈকট্য ও সন্তুষ্টি অর্জনের জন্য সারা বিশ্বের মুসলমানরা তার প্রিয় পশুটি কুরবানি দেন। কুরবানি দেওয়ার প্রথম নির্দেশ এসেছিল মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম (আঃ) এর কাছে। মহান আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য নিজের আদরের পুত্র হযরত ইসমাইল (আঃ) কে কুরবানি দেওয়ার নির্দেশ দেন। তিনি আল্লাহর আদেশ মান্য করে নিজ পুত্রকে কুরবানি দিতে প্রস্তুতি নিয়েছিলেন। আল্লাহ তার প্রতি সন্তুষ্টি হন। এবং আল্লাহ তাকে নিজ পুত্রের পরিবর্তে একটি পশু জবাই দিতে বলেন। সেই থেকে পশু কুরবানির মধ্য দিয়ে মুসলমানরা পবিত্র ঈদুল আযহা উদযাপন করে আসছেন। বিধানটি চূড়ান্ত হয়েছে শেষ রাসূল হযরত মুহাম্মদ (সা.) এর মাধ্যমে। এখনো আল্লাহর এই বিধান মুসলমানরা পালন করে আসছেন।