২৮শে আগস্ট লোহাগাড়ার স্বেচ্ছাসেবী সংগঠন “মিহির” এবং লোহাগাড়ার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিসমৃদ্ধ ওয়েবসাইট লোহাগাড়াবিডি.কম এর সিনিয়র উপদেষ্টা বাংলাদেশের প্রথম মহিলা চার্টার্ড একাউন্ট(CA) এবং বিশ্ব ব্যাংকের সিনিয়র ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট মিসেস সুরাইয়া জান্নাতের জন্মদিন।
উল্লেখ্য এই মহীয়সী মহিলা লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের কৃতি সন্তান এবং বিশিষ্ট সমাজসেবক ক্রাউন সিমেন্ট লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিঃ মাসুদ খানের সহধর্মীনি।
সমাজের একজন আলোকবর্তিকা হিসেবে আমরা সবসময় এই মানুষটিকে কাছে পেয়েছি। একজন আদর্শ নারীর ভূমিকা পালন করছেন এই মহান মনের মানুষটি। মিহির এবং লোহাগাড়াবিডি.কম এর পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা এবং উনার অনাগত দিনগুলো যেন শুভ ও সুন্দর হয় এই কামনা করছি।