আজ ২৯ জুলাই লোহাগাড়ার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিসমৃদ্ধ ওয়েবসাইট লোহাগাড়াবিডি.কম এর উপদেষ্টা, চিব্বারী এম.এ. মোতালেব কলেজের ইংরেজি প্রভাষক শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক এনামুল হকের শুভ জন্মদিন। গত কয়েকবছর ধরে তিনি চিব্বারী এম.এ. মোতালেব কলেজে নিরলসভাবে ইংরেজি বিভাগে অধ্যাপনা করছেন। তার ফলপ্রসূ কলেজটির ফলাফল সন্তোষজনক। গ্রামে মূলত শিক্ষার্থীরা ইংরেজিতে পিছিয়ে থাকে। তিনি শিক্ষার্থীদের আলাদাভাবে যত্ন করে থাকেন। মানুষটি সবসময় শিক্ষার্থীদের সাথে হাস্যোজ্জ্বল চেহারায় বন্ধুসুলভ আচরণ করে থাকেন। প্রিয়মুখ এই সুন্দর মনের মানুষটিকে লোহাগাড়াবিডি.কম পরিবার এর পক্ষ থেকে জানাই জন্মদিনের ফুলেল শুভেচ্ছা। সাথে সাথে আপনার অনাগত দিনগুলোর জন্য রইলো শুভকামনা ও দীর্ঘায়ু কামনা করছি।
