লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের তাতি পাড়া। একটি প্রত্যন্ত গ্রামাঞ্চল। বাংলাদেশের বাকী ৪৫৬১টি ইউনিয়ন থেকে এটির ভিন্নতা হলো; এ ইউনিয়নে আছে ব্যক্তি মালিকানাধীন একটি পার্ক। পার্কটির নাম নাসিম পার্ক। নাসিম নামের এক স্থানীয় ব্যক্তি কোটি টাকার ইনভেস্টমেন্টে গড়ে তুলেছেন এই পার্ক। পার্কটির অভ্যন্তরে রয়েছে একটি শীতাতপ নিয়ন্ত্রিত কমিউনিটি সেন্টার। শিশু ও বয়োবৃদ্ধদের মনোরঞ্জনের জন্য এখানে রয়েছে দোলনা চেয়ার, ফুলের বাগান, পানির ফোয়ারা, পুকুর এবং সারিবদ্ধ গাছ লাগানো বিস্তৃত প্রান্তর। কিছুদূর পর পর রয়েছে নানা রকম জন্তু যেমন হরিণ, হাতি ও বাগের প্রতিকৃতি। কমিউনিটি সেন্টারের মূল ফটকে আছে একটি বানর। স্থানীয় মোজাফফর আহমদ নামের এক ব্যক্তি এটি দেখাশুনার দায়িত্বে আছেন। এ ইউনিয়ন চারদিকে ছোট-বড়-মাঝারি অসংখ্য পাহাড় ও খালে ঘেরা। নাসিম পার্ক সুুখছড়ি খালের গা ঘেঁষে গড়ে উঠেছে। এছাড়াও এখানে রয়েছে; ডলু ও হরি খাল। বর্ষার মৌসুমে খালগুলো পানিতে টইটুম্বুর থাকে।
তথ্যসূত্রঃ ইন্টারনেট