গত ৪ এপ্রিল ২০২০ লোহাগাড়ার স্বেচ্ছাসেবী সংগঠন “মিহির” ও লোহাগাড়াবিডি.কম এর পক্ষ থেকে লোহাগাড়ায় করোনার কারণে কর্মহীন পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। এতে মোট ৭০টি নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
“মিহির” পরিবারের এই উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও খান ফাউন্ডেশন, চুনতি আমাদের পাশে ছিলো। উল্লেখ্য, আমাদের উপদেষ্টা জনাব মাসুদ খান স্যার(সিইও, ক্রাউন সিমেন্ট লিঃ) স্যারের পারিবারিক চ্যারিটি অর্গানাইজেশন খান ফাউন্ডেশন। তাই স্যারের প্রতি “মিহির” ও লোহাগাড়াবিডি.কম পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে আমাদের কাছে যেসব ডোনররা নিঃস্বার্থভাবে ফান্ড পাঠিয়েছেন তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ। এবারের ইভেন্টে যারা আমাদেরকে সৎ পরামর্শ দিয়েছেন, যারা শ্রম দিয়েছেন, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা সহযোগিতা করে মানুষের ঘরে ঘরে খাবারের প্যাকেট পৌঁছে দিয়েছেন তাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ইনশাআল্লাহ, পরবর্তীতে আমরা আবারো মানুষের পাশে দাঁড়াবো। আল্লাহ সবাইকে মহামারী করোনা থেকে হেফাজত করুক। আমীন।