প্রিয়,
কবি, সাহিত্যিক, সংস্কৃতিজন ও সুহৃদ,
আসসালামু আলাইকুম,
স্বেচ্ছাসেবী সংগঠন “মিহির”র পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা জেনে খুশি হবেন যে, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ এবং মুজিববর্ষ উপলক্ষে আমরা এই প্রথমবারের মতো একটি সাহিত্য পত্রিকা/সাময়িকী প্রকাশ করতে যাচ্ছি। এর মূল উদ্দেশ্য হবে শিশু-কিশোরদের মেধা, জ্ঞান ও মননকে বিকশিত করা। বলে রাখা ভালো যে, শিশু-কিশোর ভিত্তিক লেখাকেই সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। তাই লেখা যাতে সকলের কাছে বোধগম্য হয় অর্থাৎ সহজ ও প্রাঞ্জল ভাষায় হয়, শিশু কিশোরদের বুঝতে যেন সুবিধা হয় এবং তারা পড়ে এর থেকে যেনো আনন্দ পায় সেটি বিবেচনা করে লেখা পাঠানোর অনুরোধ রইলো।
এই সাহিত্য পত্রিকা/সাময়িকীতে আমরা কয়েকটি বিষয়/বিভাগের ভিত্তিতে লেখা আহবান করছি। বিষয়সমূহের মধ্যে রয়েছে- বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা ও ভাষা শহীদদের আত্মত্যাগ, নিবন্ধ ও প্রবন্ধ, অনুপ্রেরণাদায়ক গল্প, অন্যান্য গল্প, ক্যারিয়ার, বিজ্ঞান ও প্রযুক্তি, আবিষ্কার, রহস্য, গাছপালা ও পশুপাখির পরিচিতি, স্থানীয় লোকগাথা, ইতিহাস ও ঐতিহ্য, কবিতা, ছড়া, ভ্রমণকাহিনী, জীবনী, স্মৃতিচারণ, কৌতুক, জানা-অজানা, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গ্রামীণ সমাজের চিত্রাঙ্কন।
যেকোনো লেখা অবশ্যই সঠিক তথ্য নির্ভর হতে হবে। লেখা Unicode, sunttonymj যেকোনো ফরম্যাটে পাঠাতে পারবেন। চিত্রাঙ্কনে কেউ অংশগ্রহণ করতে চাইলে অবশ্যই চিত্রটি পরিষ্কার সাদা কাগজে অঙ্কন করে সেটি স্ক্যান করে অথবা আমাদের সাথে ফোনে যোগাযোগ করে হার্ড কপিও প্রেরণ করতে পারবেন।
অতএব, সবার প্রতি বিনীত অনুরোধ, আমাদের এই মহতী উদ্যোগটিতে সর্বাত্মক অংশগ্রহণ করে এটিকে আলোর মুখ দেখাতে সহযোগিতা করুন।
ইমেইল- mihirsahityamagazine@gmail.com, lohagarabd.com@gmail.com
ওয়েবসাইট: www.lohagarabd.com